বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জাতীয় / ঢাকায় বিনা খরচে কৃষিপণ্য পৌঁছে দেবে ‘কৃষকবন্ধু’

ঢাকায় বিনা খরচে কৃষিপণ্য পৌঁছে দেবে ‘কৃষকবন্ধু’

নিউজ ডেস্কঃ
লকডাউনে প্রান্তিক কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য রাজধানীর পাইকারি বাজারে বিনা খরচে পৌঁছে দেবে ‘কৃষকবন্ধু’ ডাক সেবা। শনিবার (৯ মে) এই সেবা চালু করে ডাক অধিদফতর। শুরুতে মানিকগঞ্জের কৃষকদের উৎপাদিত শাকসবজি বিনা মাশুলে পরিবহনের মধ্য দিয়ে এই সেবা চালু করা হয়।ঃ
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ঢাকায় বেইলি রোডের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শনিবার মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা বাজার থেকে কৃষকবন্ধু ডাক সেবার উদ্বোধন করেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,এই সেবার আওতায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কৃষক ঘরে বসেই তার বিক্রিত পণ্যের টাকা পেয়ে যাবেন। এরফলে কোনও মধ্যস্বত্বভোগী ছাড়াই কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাবেন। দেশব্যাপী ডাক পরিবহনে ব্যবহৃত রাজধানী ফেরত ডাক অধিদফতরের গাড়িগুলো কৃষকের উৎপাদিত পণ্য পরিবহনে ব্যবহার করা হবে। এতে সরকারের অতিরিক্ত কোনও খরচেরও প্রয়োজন হবে না। পর্যায়ক্রমে সারাদেশে এই সেবা চালু করা হবে। মন্ত্রী এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অনলাইন বক্তৃতায় এসব কথা বলেন।
সামাজিক দূরত্ব বজায় রেখে ভিডিও কনফারেন্সে ঝিটকা বাজার প্রান্তে উপস্থিত ছিলেন ডাক বিভাগের পরিচালক এসএম হারুনুর রশিদ, হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিন , উপজেলা কৃষি কর্মকর্তা মো. জহিরুল হক প্রমুখ। অনুষ্ঠানে ঢাকা প্রান্ত থেকে সংযুক্ত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব নূর-উর-রহমান ও ডাক অধিদফতরের মহাপরিচালক এসএস ভদ্র।
ঝিটকা বাজার থেকে এই সেবার আওতায় প্রথম দিন ১ হাজার ২০০ কেজি পেঁয়াজ, ৬০ কেজি কাঁচামরিচ, ৮০ কেজি বেগুন, ৬০ কেজি করলা, ৬০ কেজি চিচিংগা, ৬০ কেজি ঝিংগা, ৬০ কেজি ঢেঁড়স, ১২০ কেজি শসা এবং ১৮০টি মিষ্টি কুমড়া নিয়ে কৃষক বন্ধু ডাক সেবার গাড়ি ঢাকার উদ্দেশ্যে সকাল ১০টায় যাত্রা শুরু করে। এসব পণ্য গাবতলী কৃষিবাজার এবং ধানমন্ডির মিনাবাজারে পৌঁছে দেওয়া হয়। মিনাবাজারসহ কয়েকটি প্রতিষ্ঠান কৃষকদের কাছ থেকে এসব পণ্য ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি ক্রয় করছে।

আরও দেখুন

পিরোজপুরে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে দিনব্যাপীপ্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:  ১৩ জুলাই ২০২৪, শনিবার, ঢাকা: মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে পিরোজপুরের …