শনিবার , নভেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / ঢাকায় উন্নত দেশের মতো সুযোগ-সুবিধা পাচ্ছে নাগরিকরা: শিল্পমন্ত্রী

ঢাকায় উন্নত দেশের মতো সুযোগ-সুবিধা পাচ্ছে নাগরিকরা: শিল্পমন্ত্রী

ঢাকা শহরের বসবাসরত মানুষ ভাগ্যবান। তারা উন্নত দেশের মতো সুযোগ-সুবিধা পাচ্ছেন বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি বলেন, আপনারা যারা ঢাকায় বাস করেন, তারা এত ভাগ্যবান যে, এখন ঢাকা শহরেই উন্নত বিশ্বের নগরের মতো নাগরিক সুযোগ-সুবিধা পাচ্ছেন। ঢাকা দেখতে এখন বিদেশের মতো, দেখলে কত ভালো লাগে।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর সোয়া ১টায় রাজধানীর গুলশান লেক পার্কে মহান বিজয় দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ হেরিটেজ ক্রাফট ফাউন্ডেশনের উইন্টার কার্নিভালের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন।

শিল্পমন্ত্রী বলেন, আমাদের সরকারের প্রতিশ্রুতি ছিলো গ্রামকে শহর বানিয়ে দেয়া, আমরা সেটা করেছি। আজ গ্রামে প্রতিটি বাড়িতে টিভি রয়েছে। স্যাটেলাইটের মাধ্যমে সব চ্যানেল দেখা যায়। রাস্তাঘাটসহ সব সুযোগ-সুবিধা অবকাঠামো উন্নয়ন আমরা করে দিয়েছি। এখন গ্রামেই আপনারা ব্যবসা-বাণিজ্য করছেন। গ্রামের নারীরা এখন গার্মেন্টসে কাজ করছেন। এটা সরকারের কারণেই হয়েছে।

নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, আমরা যারা বিভিন্ন কাজে বিদেশে যাই, বিদেশিরা আমাদের দিকে তাকিয়ে থাকে, তারা উদগ্রীব হয়ে বলে, তোমাদের উন্নয়নের জাদুটা কোথায়? কিছুদিন আগে চীনে গেলাম, তারা আমাকে পেয়ে জানতে চাইল উন্নয়নের জাদু। আগে মানুষ শহর দেখতে বিদেশ যেত, এখন কাজ ছাড়া যায় না। এখন ঢাকা শহরই বিদেশের মতো।

শিল্পমন্ত্রী বলেন, উন্নয়নের ফলে গড় আয়ু বেড়েছে, এখন আমাদের গড় আয়ু ৭৩, জাপানের চেয়ে বেশি। জাপানিরা সন্তান পায় না, তারা কষ্টে থাকে। অথচ আমাদের গড় আয়ু বাড়লেও সহজেই সন্তান পাই, এসবই আমাদের এগিয়ে চলা, আর এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর কারণেই।

শিল্পমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন, একটি উন্নত দেশের স্বপ্ন, অর্থনৈতিক মুক্তির, সেটা তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করে চলছেন। শেখ হাসিনা আমাদের জন্য আলোকবর্তিকা। নারীর উন্নয়নে কাজ করছেন।

আরও দেখুন

লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক লালপুরে,,,,,,,, নাটোরের লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর ২০২৪) …