শনিবার , নভেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জাতীয় / ঢাকাসহ ১০ জেলায় নতুন ডিসি

ঢাকাসহ ১০ জেলায় নতুন ডিসি

নিউজ ডেস্ক:

মাঠ প্রশাসনে বিভাগীয় কমিশনার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক (ডিসি) পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক বিভাগীয় কমিশনার, চার অতিরিক্ত বিভাগীয় কমিশনার এবং ঢাকাসহ ১০ জেলায় নতুন ডিসি নিয়োগের আদেশ জারি করা হয়। এছাড়া তিন কর্মকর্তাকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বদলি করা হয়েছে।

জারি করা প্রজ্ঞাপনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই-৩) প্রোগ্রামের প্রকল্প পরিচালক দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীরকে রাজশাহীর বিভাগীয় কমিশনার হিসাবে বদলি করা হয়েছে। পক্ষান্তরে রাজশাহীর বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব হিসাবে বদলি করা হয়েছে।

ঢাকার ডিসি মোহাম্মদ মোমিনুর রহমানকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে ঢাকায়, শরীয়তপুরের ডিসি মো. পারভেজ হাসানকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসাবে বরিশাল, কুমিল্লার ডিসি মোহাম্মদ শামীম আলমকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসাবে চট্টগ্রাম এবং টাঙ্গাইলের ডিসি জসীম উদ্দীন হায়দারকে রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসাবে বদলি করা হয়েছে।

গাজীপুরের ডিসি আনিসুর রহমানকে ঢাকায়, জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ মোশারফ হোসেন খানকে রাঙামাটি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়রের একান্ত সচিব (উপসচিব) শাহ্ মোজাহিদ উদ্দিনকে বান্দরবান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব (উপসচিব) মো. কায়ছারুল ইসলামকে টাঙ্গাইল এবং স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মু. আসাদুজ্জামানকে পাবনা, পানিসম্পদ উপমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) আরিফুজ্জামানকে শরীয়তপুর, অর্থ বিভাগে সংযুক্ত উপসচিব সুরাইয়া জাহানকে লক্ষ্মীপুর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) খন্দকার মু. মুশফিকুর রহমানকে কুমিল্লা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত উপসচিব মুছাম্মৎ শাহীনা আক্তারকে ফেনী ও বিদ্যুৎ বিভাগের উপসচিব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামকে গাজীপুর জেলার ডিসি করা হয়েছে। এর আগে গত ১২ মার্চ ৮ জেলায় ডিসি পদে রদবদল এনেছিল সরকার।

অন্যদিকে পৃথক এক আদেশে ফেনীর ডিসি আবু সেলিম মাহমুদ-উল হাসানকে স্থানীয় সরকার বিভাগের উপসচিব, লক্ষ্মীপুরের ডিসি মো. আনোয়ার হোছাইন আকন্দকে স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব, রাঙামাটির ডিসি মোহাম্মদ মিজানুর রহমানকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব, বান্দরবানের ডিসি ইয়াছমিন পারভীন তিবরীজিকে বিদ্যুৎ বিভাগের উপসচিব ও পাবনার ডিসি বিশ্বাস রাসেল হোসেনকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব হিসাবে বদলি করা হয়েছে। সরকার উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়। জেলাপর্যায়ে ডিসি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন। ডিসি জেলার সাধারণ প্রশাসনিক কার্যক্রম, জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে জেলার আইনশৃঙ্খলা রক্ষা এবং কালেক্টর হিসাবে ভূমি ব্যবস্থাপনা বিষয়গুলো দেখে থাকেন। এছাড়া নির্বাচিত সরকারের বিশেষ কর্মসূচি ও চলমান সব উন্নয়নমূলক কাজে জেলা প্রশাসক তদারকি করে থাকেন।

নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহ কিংবা আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের সময় জেলা প্রশাসকরা (ডিসি) জেলা রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকায় যেকোনো কেন্দ্রের ভোটগ্রহণ থেকে শুরু করে বাতিলের ক্ষমতাও তাদের থাকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকে রিটার্নিং কর্মকর্তা তথা ডিসির অধীনে। নির্বাচনের সময় সমন্বয়কারীর ভূমিকায়ও থাকেন ডিসিরা।

এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উপপরিচালক মো. আমিনুল ইসলাম, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের উপপরিচালক মো. তাওসীফ রহমান এবং সহকারী ওয়াকফ প্রশাসক মো. শাহরিয়ার হককে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বদলি করা হয়েছে। তারা ওই সংস্থার আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করবেন।

আরও দেখুন

নাটোরে যাত্রীবাহী বাস থেকে ৯ লাখ ৪৩ হাজার জাল টাকা সহ ৫ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,নাটোরে যাত্রীবাহী বাস থেকে ৯ লাখ ৪৩ হাজার জাল টাকা সহ ৫ জনকে গ্রেফতার …