মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জাতীয় / ঢাকার ২০ এতিমখানায় ইফতার পাঠাল যুবলীগ

ঢাকার ২০ এতিমখানায় ইফতার পাঠাল যুবলীগ

নিউজ ডেস্ক:
রাজধানীর ২০টি এতিমখানায় ইফতার ও খাদ্যসামগ্রী পাঠিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। শনিবার (২৪ এপ্রিল) যুবলীগ নেতা সাব্বির হোসেন এতিমখানাগুলোতে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

৫০ কেজি মিনিকেট চাল, ২০ লিটার তেল, ৫ কেজি পেঁয়াজ, ১০ কেজি আলু, ৫ কেজি চিনি, ৫ কেজি মসুর ডাল, ৫ কেজি খেজুর ও ৫ কেজি লবনের সমন্বয়ে একটি করে প্যাকেজ করা হয়। প্যাকেজগুলো ভ্যানে করে এতিমখানাগুলোতে পৌঁছে দেয়া হয়।যেসব এতিমখানায় ইফতার পাঠোনো হয়েছে সেগুলো হলো- সলিমুল্লাহ এতিমখানা, লালবাগ; দারুল কুরআন মাদরাসা ও এতিমখানা, যাত্রাবাড়ী; তাফসীরুল কুরআন মাদরাসা ও এতিমখানা, ওয়ারী; নূরানী মক্তব হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা, খিলগাঁও; হাজী আব্দুল কাদির হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা, শাজাহানপুর; টি অ্যান্ড টি মাদরাসা ও এতিমখানা, মতিঝিল; দারুল উলুম মনোয়ার খাঁ মাদরাসা ও এতিমখানা, বংশাল; আগা নবাব দেউড়ি ফোরকানিয়া মাদরাসা ও এতিমখানা, লালবাগ; কামরুন্নেসা হাফিজিয়া মহিলা মাদরাসা, চকবাজার; দারুল উলুম মারকাজুল কোরআন হাফিজিয়া মাদরাসা, মতিঝিল; দারুল কুরআন মাদরাসা, বংশাল; আমুলিয়া বেপারীপাড়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা, ডেমরা; বড় কাটারা মাদরাসা, চকবাজার; ভিক্টোরিয়া মাদরাসা ও এতিমখানা, সুত্রাপুর; সুবেদার ঘাট মাদরাসা, বংশাল; হাফেজ্জী হুজুর মাদরাসা, কামরাঙ্গীরচর; কাপ্তানবাজার এতিমখানা, ওয়ারী; বঙ্গ ইসলামিয়া এতিমখানা, শাহবাগ; আরামবাগ এতিমখানা, ইব্রাহিমপুর মাদরাসা ও লালবাগ এতিমখানা।এ বিষয়ে যুবলীগ নেতা সাব্বির হোসেন বলেন, ‘করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে ঢাকা দক্ষিণের ২০টি এতিমখানায় যুবলীগের চেয়ারম্যানের উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া প্রতিদিনই রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে।’

আরও দেখুন

নাটোরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৪-২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে ই- গভন্যাস ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ …