শনিবার , এপ্রিল ২০ ২০২৪
নীড় পাতা / জাতীয় / ঢাকার নদীপথ উন্নয়নে অর্থায়ন করবে বিশ্বব্যাংক

ঢাকার নদীপথ উন্নয়নে অর্থায়ন করবে বিশ্বব্যাংক

নিউজ ডেস্ক:
ডেল্টা প্লান বাস্তবায়নে বিশ্বব্যাংকের অংশীদারিত্ব চেয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজারের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

রোববার (১৩ নভেম্বর) দুপুরে ঢাকা সফররত মার্টিন রাইজারের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক হয়। এরপর আ হ ম মুস্তফা কামাল বলেন, ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার পরিকল্পনায় বিশ্বব্যাংকের সমর্থন রয়েছেন। ঢাকার চারপাশে নদীপথ রক্ষায় হাতিরঝিলের মতো উন্নয়ন প্রকল্পে বহুজাতিক এই সংস্থাটি পাশে থাকবে।

এ প্রসঙ্গে মার্টিন রাইজার বলেন, এ ধরনের প্রকল্প বাণিজ্য উন্নয়নেও ভূমিকা রাখবে। সুবিধা পাবে সাধারণ মানুষ। এ বৈঠকে বিশ্বব্যাংকের নতুন কান্ট্রি ডিরেক্টর আব্দোলায়ে সেককে অর্থমন্ত্রীর সাথে পরিচয় করিয়ে দেন তিনি। সেক আগামী জানুয়ারিতে বাংলাদেশ ও ভুটানের বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের পদে নিযুক্ত হবেন।

আরও দেখুন

অপহরণ কাজে ব্যবহৃত মাইক্রোবাস উদ্ধার, গ্রেফতার ১

নিজস প্রতিবেদক:নাটোরের সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রাথী দেলোয়ার হোসেন পাশাকে অপহরণের কাজে ব্যবহৃত সেই কালো …