বৃহস্পতিবার , সেপ্টেম্বর ১৯ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / ঢাকায় সচিবালয় সমন্বয়কদের আটকে রাখার ঘটনায় নাটোরে বিক্ষোভ মিছিল

ঢাকায় সচিবালয় সমন্বয়কদের আটকে রাখার ঘটনায় নাটোরে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:  ঢাকায় সচিবালয়ে সমন্বয়কদের আটকে রাখা এবং ছাত্রদের উপরে হামলার ঘটনায় নাটোরে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। আজ ২৫ আগস্ট রাত ১১ টার দিকে শহরের মাদ্রাসা মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি প্রধান সড়ক ধরে কানাইখালী আনসার ক্যাম্পের সামনে এসে শেষ হয়। মিছিল থেকে বৈষম্য বিরোধী ছাত্ররা ঢাকায় ছাত্রদের উপরে আনসারদের ন্যাককার জনক হামলার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করা হয়। তারা জানান, এই মুহূর্তে বাংলাদেশ ভয়াবহ বন্যার কবলে পড়েছে। তাদের পাশে না দাঁড়িয়ে আনসার সদস্যরা সচিবালয়ে ঘেরাও করার মত কর্মসূচি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। সমস্ত দাবিদাওয়া মেনে নেওয়া সত্বেও তারা সচিবালয়কে জিম্মি করে ছাত্রদের উপরে হামলা চালিয়েছে। এরকম উস্কানিমূলক ঘটনার তীব্র নিন্দা জানান তারা।

আরও দেখুন

নাটোরে শিশু অপহরণ, ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের ৪৪ বছর কারাদণ্ড

 নিজস্ব প্রতিবেদক: নাটোরে শিশু অপহরণ, ধর্ষণ ও হত্যা মামলায় মোঃ সেলিম, মোঃ শরীফ এবং মনির …