নিজস্ব প্রতিবেদক:
নাটোরে ঢাকায় কর্ম ক্ষেত্রে ফেরা লোকজনদের ভোগান্তি চরমে উঠেছে। আজ ১৪ জুলাই বৃহস্পতিবার দুপুরে আন্তজেলা বাস টার্মিনালে গিয়ে এই ভোগান্তির চিত্র দেখা গেছে। তারা অভিযোগ করেছেন ঢাকা থেকে বাড়িতে ঈদ করতে আসার সময় বাড়তি ভাড়া দিয়ে যেমন টিকিট কেটে যানজট এর ভোগান্তি নিয়ে ফিরেছেন ঠিক তেমনি যাবার সময় আবারও টিকিট না থাকা সহ দ্বিগুণেরও বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন তারা।
অপরদিকে বাস কাউন্টারের কর্মচারীরা বলছেন যেহেতু তাদের ঢাকা থেকে খালি বাস আনতে হচ্ছে সেই কারণেই ভাড়াটা একটু বেশি পড়ছে। তবে এ ব্যাপারে প্রশাসনের কোন নজরদারি চোখে পড়েনি।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …