সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / ঢাকাগামী কোচের ধাক্কায় সাওঁতাল নারী নিহত

ঢাকাগামী কোচের ধাক্কায় সাওঁতাল নারী নিহত

নিজস্ব প্রতিবেদক: 

বিরামপুর-ফুলবাড়ি আঞ্চলিক সড়কের জয়নগর ইট ভাটার সামনে শনিবার (১১মার্চ) দুপুরে ঢাকাগামী কোচের ধাক্কায় আহত সাওঁতাল নারী মংলী কিস্কু (৫৫) বিরামপুর হাসপাতালে মৃত্যু বরণ করেছেন। তিনি হাকিমপুর থানার নয়ানগর গ্রামের রবিন মুর্মু’র স্ত্রী।

বিরামপুর থানার উপ-পরিদর্শক নিহারঞ্জন রায় বলেন, ফুলবাড়ি উপজেলার জয়নগরে ঢাকাগামী একটি কোচ ব্যাটারী চালিত ভ্যানকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঐ ভ্যানের চালক আহাদ আলী (৫০) ও যাত্রী মংলী কিস্কু আহত হয়। তাদেরকে বিরামপুর হাসপাতালে নিলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হাসনাত ইয়াসমিন মংলী কিস্কুকে মৃত ঘোষণা করেন। 

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, কোন অভিযোগ না থাকায় পরিবারের নিকট নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …