রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / ডেপুটি স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে নন্দীগ্রামে আওয়ামী লীগের শোক

ডেপুটি স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে নন্দীগ্রামে আওয়ামী লীগের শোক

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রামঃ

বগুড়ার নন্দীগ্রামে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এমপি’র সহধর্মিণী আনোয়ারা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন)।

মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্বামী, তিন কন্যা নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আনোয়ারা বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। গত কয়েকদিন তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

তার মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি প্রদান করেছেন নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম রফিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা। নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …