বৃহস্পতিবার , এপ্রিল ২৫ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / ডেঙ্গু পরীক্ষার সর্বোচ্চ খরচ বেঁধে দিল সরকার

ডেঙ্গু পরীক্ষার সর্বোচ্চ খরচ বেঁধে দিল সরকার

সারাদেশে ডেঙ্গু নির্ণয়ের জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার খরচ কমিয়ে ৫শ টাকা (সর্বোচ্চ) নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ সংশ্লিষ্ট সব টেস্ট ফ্রি করা হয়েছে। 

রোববার (২৮ জুলাই) এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরের প্রকোপ মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তর এসব পদক্ষেপ নিয়েছে বলে নিশ্চিত করেছে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

রাজধানীতে ডেঙ্গুজ্বরের প্রকোপ মোকাবিলায় বেসরকারি হাসপাতাল/ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারগুলোর পরিচালক/ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে মহাখালীর স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে ‘ডেঙ্গু রোগ নির্ণয় ও চিকিৎসা’ সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

রোববার থেকে ডেঙ্গু পরীক্ষার খরচ কমানোর এ সিদ্ধান্ত কার্যকর হবে ও পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত বহাল থাকবে। 

সভায় ডেঙ্গু টেস্টের মূল্য নির্ধারণসহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্তগুলো হলো−
১. ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য টেস্টগুলোর মূল্য নিম্নরূপ হবে:
ক) NS1- ৫০০ টাকা (সর্বোচ্চ), যার পূর্বমূল্য ছিল ১২০০–২০০০ টাকা।
খ) IgM + IgE অথবা IgM/ IgE- ৫০০ টাকা (সর্বোচ্চ), যার পূর্বমূল্য ছিল ৮০০–১৬০০ টাকা।
গ) CBC (RBC + WBC + Platelet + Hematocrit)- ৪০০ টাকা (সর্বোচ্চ), যার পূর্বমূল্য ছিল ১০০০ টাকা।

২. সব প্রাইভেট হাসপাতাল/ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গু রোগীদের জন্য একটি ‘ওয়ান স্টপ সেন্টার’ চালু করবে।
৩. সব হাসপাতালে শয্যা সংখ্যা বাড়াতে হবে।
৪) ডেঙ্গু রোগীর সংখ্যার অনুপাতে ডাক্তার, নার্সসহ প্রয়োজনীয় জনবল বাড়ানো।

আরও দেখুন

অর্থের বিনিময়ে সেনাবাহিনীতে ভুয়া নিয়োগের অভিযোগে একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: অর্থের বিনিময়ে সেনাবাহিনীতে ভুয়া নিয়োগের অভিযোগে  আনোয়ার হোসেন (২৯) নামের একজনকে গ্রেপ্তার করেছে …