রবিবার , জানুয়ারি ৫ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / ডিবিসি নিউজের সাংবাদিক হ্যাপির বাবা বীর মুক্তিযোদ্ধা মেহের আলী মারা গেছেন

ডিবিসি নিউজের সাংবাদিক হ্যাপির বাবা বীর মুক্তিযোদ্ধা মেহের আলী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,ডিবিসি নিউজের নিউজ রুম এডিটর (ডিজিটাল) মাহমিদুর রহমান হ্যাপির বাবা বীর মুক্তিযোদ্ধা মেহের আলী ইন্তেকাল করেছেন ((ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৩ বছর। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ডিবিসি নিউজের সাংবাদিক মাহমিদুর রহমান হ্যাপি জানান, দীর্ঘদিন ধরেই তারা বাবা অসুস্থ ছিলেন। গত শনিবার (২৮শে ডিসেম্বর) হঠাৎ করেই শরীর আরও অবনতি হলে রাজশাহী মেডিকেলে হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর অবস্থার আরও অবনতি হলে গত সোমবার (৩০শে ডিসেম্বর) আইসিইউতে নেওয়া হয়। এরপর আজ দুপুর ২টায় মারা যান। পরিবার সূত্র জানায়, বীর মুক্তিযোদ্ধা মেহের আলী স্ত্রী, তিন সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল শনিবার (৪ঠা জানুয়ারি) গার্ড অফ অনার শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে তার নিজ এলাকা দোগাছি লক্ষী চামারি কবরস্থানে দাফন করা হবে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে তিনি ৭ নং সেক্টরে যুদ্ধ করেছেন।

আরও দেখুন

১৪ বছর প্রেমের পর মালয়েশিয়া তরুণীকে বিয়ে করলেন নাটোরের যুবক

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,১৪ বছর প্রেমেরপর মালয়েশিয়া তরুণী সিটি হাসনাকে বিয়ে করলেন নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর গ্রামের …