শুক্রবার , এপ্রিল ১১ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / ডিজিটাল হোল্ডিং নম্বর প্লেট দিতে ‘টাকা আদায়

ডিজিটাল হোল্ডিং নম্বর প্লেট দিতে ‘টাকা আদায়

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রাম উপজেলার ১ নং জোয়ারি ইউনিয়ন পরিষদ থেকে ডিজিটাল হোল্ডিং নম্বর প্লেট দেওয়ার জন্য টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এখানে নম্বর দিতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে । দুই মাস ধরে এ কাজ করছে ইউনিয়ন পরিষদের নিয়োগ করা বেসরকারি সংস্থা ‘পৌর পল্লী ফাউন্ডেশন’। তাদের ৯ জন মাঠকর্মী নম্বর প্লেট দেওয়া ও তথ্য সংগ্রহের নামে ইউনিয়নবাসীর কাছ থেকে ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত আদায় করছেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার বিভাগের রাজশাহীর উপপরিচালক শাহানা আখতার জাহান স্বাক্ষরিত এক বার্তায় প্রতিটি উপজেলা থেকে দুটি ইউনিয়নের অনলাইনে হোল্ডিং ট্যাক্স নির্ধারণ ও আদায় কার্যক্রম সম্পন্ন করার কথা বলা হয়েছে। এ উদ্দেশ্যে তথ্য সংগ্রহ ফরম পূরণ করে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় বরাবর পাঠাতে বলা হয়। তবে সেই বার্তায় টাকা আদায়ের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। জোয়ারি ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, সর্বশেষ জনশুমারি অনুযায়ী এখানে মোট পরিবারের সংখ্যা প্রায় ১১ হাজার। পরিবারগুলো থেকে পৌর উন্নয়ন ফাউন্ডেশন সংস্থার কর্মীরা তথ্য সংগ্রহ ও হোল্ডিং নম্বর প্লেটের নামে সর্বনিম্ন ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত আদায় করছেন। অথচ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত ২০১৮ সালের ৯ জানুয়ারির এক স্মারক থেকে জানা যায়, কোনো বেসরকারি প্রতিষ্ঠানকে দিয়ে এই কাজ করানোর কোনো সুযোগ নেই।

আরও দেখুন

৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিচ্ছেন দুলু

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, বাগাতিপাড়ায় ৫২ বছর বয়সে এবারের চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ইউপি সদস্য …