সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / ডিজিটাল মেলা ২০২০ উপলক্ষ্যে জেলা প্রশাসন নাটোরের আয়োজনে অনলাইন সেমিনার অনুষ্ঠিত হয়েছে

ডিজিটাল মেলা ২০২০ উপলক্ষ্যে জেলা প্রশাসন নাটোরের আয়োজনে অনলাইন সেমিনার অনুষ্ঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে অনলাইন সেমিনার অনুষ্ঠিত ডিজিটাল মেলা ২০২০ উপলক্ষ্যে জেলা প্রশাসন নাটোরের আয়োজনে অনলাইন সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার জুম অ্যাপের মাধ্যমে “বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ ডিজিটাল বাংলাদেশ” শীর্ষক অনলাইন সেমিনার অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ পিএএ র সভাপতিত্বে উক্ত সেমিনারে সংযুক্ত ছিলেন পুলিশ সুপার, নাটোর লিটন কুমার সাহা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফুন্নেছা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন, জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসারগণ সহ শিক্ষক, শিক্ষার্থী, তরুণ উদ্ভাবক, উদ্যোক্তা এবং সাংবাদিকবৃন্দ। সেমিনারে কি নোট উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)। আশরাফুল ইসলাম সেমিনারে বিভিন্ন ক্ষেত্রে সরকারের ডিজিটাল সেবা এবং উদ্যোগ সমূহ সকলের কাছে তুলে ধরা হয় এবং ডিজিটাল মেলায় অংশগ্রহণে সকলকে আমন্ত্রণ জানানো হয়।

আরও দেখুন

লালপুরের গণেশ চন্দ্র দাস আর নেই

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,উত্তরবঙ্গের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় নাটোরের লালপুর সদরের বাসিন্দাশ্রী গণেশ চন্দ্র দাস (৮০)বার্ধক্যজনিত কারণে …