নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া:
চতুর্থ ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২০ উদযাপন উপলক্ষে রাজশাহীর পুঠিয়া উপজেলায় সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) বেলা ১১ টায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু।
‘যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত’- শ্লোগানে শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল হাই মোহাম্মদ আনাছ পিএএ।
বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নাজমা আক্তার, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, উপজেলা কৃষি অফিসার শামসুন নাহার ভূঁইয়া, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ওমর আলী, উপজেলা শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর মামুনুর রশিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদ হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ মো. মোফাজ্জল হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা সুলতানুল ইসলাম প্রমুখ।
সেমিনারে ডিজিটাল বাংলাদেশের সাফল্যের প্রামাণ্য চিত্র উপস্থাপন করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় পুঠিয়া উপজেলা প্রশাসন এ সেমিনারের আয়োজন করেন।