রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে ঈশ্বরদীতে সেমিনার অনুষ্ঠিত

ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে ঈশ্বরদীতে সেমিনার অনুষ্ঠিত



নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী:
করোনাভাইরাস পরিস্থিতিতে উদ্ভুত সংকট মোকাবেলায় ডিজিটাল সার্ভিসের ভূমিকা শীর্ষক সেমিনার শনিবার উপজেলা পরিষদে অনুষ্ঠিত হয়েছে। ‘যদিও মানছি দূরুত্ব, তবুও আছি সংযুক্ত’ শ্লোগাণকে প্রতিপাদ্য করে ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০’ উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস এমপি বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের নির্বাচনি ইশতেহারে ২০০৮ সালের ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দেন।

এরই ধারাবাহিকতায় ২০১৭ সাল থেকে প্রতিবছর ১২ ডিসেম্বর ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ পালিত হচ্ছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা স্বপ্ন পূরণের জন্য দেশ আজ ২০২০ সালে ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার পি. এম. ইমরুল কায়েস।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মমতাজ মহল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালক ডা. আসমা খান, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (তদন্ত)  অরবিন্দু সরকার, উপজেলা সহকারী প্রোগ্রামার মাসুদ রানা,প্রেসকাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, রাজশাহী বিভাগের সেরা ফিন্যান্সার মজিবুর হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …