নিউজ ডেস্ক:
ডিজিটাল অবকাঠামো খাতে বাংলাদেশে বিনিয়োগ করবে ফেসবুক। প্রাথমিকভাবে তাদের এই বিনিয়োগের পরিমাণ হবে ১ বিলিয়ন ডলার অর্থাত্ ৮ হাজার কোটি টাকার মতো। তবে বিনিয়োগের এ আলোচনাটি চূড়ান্ত অবস্থায় পৌঁছেনি বলে জানিয়েছেন টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। গত ৯ আগস্ট ফেসবুক কর্তৃপক্ষ ও বিটিআরসির মধ্যে বিনিয়োগসংক্রান্ত এক উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে ফেসবুক এ আগ্রহ প্রকাশ করে।
বৈঠকে ফেসবুকের সিঙ্গাপুর আঞ্চলিক কার্যালয় থেকে বাংলাদেশ বিষয়ক হেড অব পাবলিক পলিসি সাবনাজ রশিদ দিয়া, হেড অব কানেকটিভিটি টম সি, কানেকটিভিটি অ্যাফেয়ার্স কর্মকর্তা তাহানি ইকবাল অংশ নেন।
বাংলাদেশে বর্তমানে ফেসবুকের গ্রাহক ৪ কোটি ৮০ লাখ। যা ফেসবুকের দশম সর্বোচ্চ গ্রাহক। এতদিন ফেসবুক বাংলাদেশকে এড়িয়ে গেলেও বর্তমানে গ্রাহক সংখ্যার বিচারে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এরই মধ্যে ভ্যাট রেজিস্ট্রেশন করে ভ্যাটও দিচ্ছে ফেসবুক ও গুগলের মতো প্রতিষ্ঠান। ঐ দিনের বৈঠকের প্রসঙ্গ তুলে টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, এটা ছিল আলোচনার একেবারে প্রথম ধাপ। পরে আরো বিস্তারিত বলা যাবে আসলে তারা কোন কোন খাতে বিনিয়োগ করতে চায়। তবে তারা ডিজিটাল অবকাঠামোর কথা বলেছে। দেশের এক জন প্রযুক্তি উদ্যোক্তা বলেন, ফেসবুক দেশের ডিজিটাল অবকাঠামো খাতেই বিনিয়োগ করবে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, দেশে এখন তাদের বিশাল ব্যবসা রয়েছে। ফলে তারা চাইবে ব্যবহারকারীর সংখ্যা আরো বাড়াতে। সে কারণে তারা দুর্গম এলাকায় ইন্টারনেট পৌঁছাতে, কম টাকায় সোশ্যাল প্যাকের অফারের মতো উদ্যোগ নিতে, কম দামের ডিজিটাল ডিভাইস সহজলভ্য করা, ফ্রি ওয়াইফাই জোন স্থাপন, ফেসবুককেন্দ্রিক বিভিন্ন উদ্যোগে সহায়তাদানের মতো কাজ করতে পারে বলে ধারণা করা যায়।