নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ
নাটোরের গুরুদাসপুর রোজী মোজাম্মেল মহিলা কলেজ এইচএসসির ফলাফলের পর এবার ডিগ্রীতেও (স্নাতক ফাইনাল) পরীক্ষর ফলাফলেও এগিয়ে রয়েছে। চলনবিলের পিছিয়ে পরা নারী উচ্চ শিক্ষার একমাত্র প্রতিষ্ঠানটিতে নানা প্রতিকুলতা থাকা সত্তে¡ও ডিগ্রী এবং এইচএসসির ফলাফলে উপজেলার সেরা স্থান দখলের ধারবাহিকতা ধরে রেখেছে।
খোঁজ নিয়ে জানা যায়- গত ১৬ জানুয়ারী (স্নাতক) শেষ বর্ষের প্রকাশিত ফলাফলে সরকারি শহীদ সামসুজ্জোহা কলেজে পাসের হার ৭৩.৬১, খুবজীপুর এমহক ডিগ্রী কলেজে ৭০.৮৩, নাজিরপুর ডিগ্রী কলেজ ৫২.১৭ শতাংশ। এসব কলেজকে পেছনে ফেলে পৌর সদরের রোজী মোজাম্মেল মহিলা অনার্স কলেজে ৮৮.৮৮ শতাংশ পাসের হার।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মায়া রানী চক্রবর্ত্তী বলেন- অনেক কলেজ সরকারী সুযোগ সুবিধা পাওয়ার পরও তার কলেজের মতো ফলাফল অর্জন করতে পারেনি। অথচ রোজী মোজাম্মেল মহিলা কলেজটি এইচএসসি এবং ডিগ্রীতে ধারাবাহিকভাবে উপজেলার সেরা হচ্ছে। এই ফলাফল অব্যহত রাখতে হলে কলেজটি সরকারিকরণ করা প্রয়োজন। বাড়ানো উচিত সকল সুযোগ সুবিধা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন বলেন- ডিগ্রী পর্যায়ে ভালো ফলাফলের বিষয়টি খুব আনন্দের। সরকারিভাবে প্রয়োজনীয় সুযোগ সুবিধা দেওয়া হলে কলেজটি আরো ভালো ফলাফল করবে।
আরও দেখুন
গুরুদাসপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ,
গ্রেপ্তার ১ নিজস্ব প্রতিবেদক গুরুদাসপুর,,,,,,,,,,,,নাটোরের গুরুদাসপুরে পাঁচ বছরের শিশু কন্যাকে ধর্ষণ মামলায় আব্দুল গফুর মোল্লা(৭০) …