রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / ডা. রাকিব হত্যার প্রতিবাদে নাটোরে বিএমএর মানববন্ধন অনুষ্ঠিত

ডা. রাকিব হত্যার প্রতিবাদে নাটোরে বিএমএর মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

বাগেরহাট ম্যাটস এর অধ্যক্ষ বিএমএর আজীবন সদস্য ডাক্তার আব্দুর রকিব খান এর হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবীতে নাটোরে মানববন্ধন করেছে বিএমএ। রবিবার দুপুর বারোটার দিকে নাটোর আধুনিক সদর হাসপাতাল এর সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: আনসারুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা আমিনুল ইসলাম, গাইনি বিভাগের সহকারী মেডিকেল অফিসার আয়েশা সিদ্দিকা, আবাসিক মেডিকেল অফিসার ডা: মনজুর রহমান, কনসালটেন্ট ডা: মাহবুবুর রহমান এবং ডা: শহিদুল হক সুমন।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে হত্যাকারীর দ্রুত ট্রাইব্যুনালে বিচার করার দাবি জানান। তা না হলে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্যরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …