শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / ডাহিয়া খাল দখলমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুন

ডাহিয়া খাল দখলমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুন

নিজস্ব প্রতিবেদক,সিংড়া:
নাটোরের সিংড়ায় বিএডিসির ৭ কিলোমিটার খাল দখল মুক্ত করতে গিয়ে উপজেলা নির্বাহী ও মৎস্য কর্মকর্তা বাধার মুখে পড়েছেন। বাধা দেয়ায় ৪ জনকে গ্রেফতার করে পরে খাল দখল মুক্ত করে ভ্রাম্যমান আদালত।

শনিবার দুপুরে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে।উপজেলা নির্বার্হী কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন দখলকৃত খালের স্থানে গেলে দখলদাররা লাঠি নিয়ে নিয়ে বাধা দেয়। পরে ভ্রাম্যমান আদালত ৪ জনকে গ্রেফতার করে দখল হওয়া ৭ কিলোমিটার খাল দখল মুক্ত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুন বলেন, মসজিদের নামে খাল গুলো অবৈধ্যভাবে লিজ দেয়া হচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয় হবে।

আর উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন বলেন, খাল উদ্ধার করতে গিয়ে প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন তারা। সরকারী কাজে বাধা ও খাল দখলের অভিযোগে সিংড়া থানায় মামলার প্রস্তুতি চলছে।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …