শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / ডাক্তার নিজেই আক্রান্ত হলেন ডেঙ্গুতে

ডাক্তার নিজেই আক্রান্ত হলেন ডেঙ্গুতে


নিজস্ব প্রতিবেদক,বাগাতিপাড়া:
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রাজ্জাক । রোববার দুপুরে তার সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ সোহানুর রহমান বলেন, গত কয়েকদিন থেকে তিনি অসুস্থতা বোধ করছিলেন। পরে রোববার সকালে হাসপাতালেই তাঁর ডেঙ্গু পরীক্ষা করা হয়। তারপর তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। তিনি হাসপাতালেই আলাদা কক্ষে থেকে চিকিৎসা গ্রহণ করছেন। পরিস্থিতি বুঝে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক গণমাধ্যম কর্মীদের মাধ্যমে তাঁর সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …