সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / ডাক্তার তারিকুল ইসলামের করোনা আক্রান্তের এর গুজব

ডাক্তার তারিকুল ইসলামের করোনা আক্রান্তের এর গুজব

নিজস্ব প্রতিবেদক:
নাটোর শহরের একটি বেসরকারি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার তারিকুল ইসলামের করোনা আক্রান্তের এর গুজব ছড়িয়েছে কে বা কারা। ডা. তারিকুল ইসলাম শহরের বঙ্গোজল মহল্লার ডা. আবদুস সামাদের ছেলে।

২৩ জুন মঙ্গলবার থেকেই শহরের সর্বত্র এই নিয়ে আলোচনা-সমালোচনা চলছিল। এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা জানান, তিনি রীতিমতো সুস্থ আছেন এবং তার ক্লিনিক ট্রমা সেন্টারে নিয়মিত চিকিৎসা পরিচালনা করে যাচ্ছেন।

ডাক্তার তারিকুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি খুবই বিরক্ত এবং ক্ষোভ প্রকাশ করে বলেন, তার বিরুদ্ধে কে বা কারা এই ধরনের অপপ্রচার চালিয়ে তার সুনামকে এবং প্রতিষ্ঠানের সুনাম কে ক্ষতি করার চেষ্টা করছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। এবং সবার জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমি করোনা ভাইরাস আক্রান্ত নই এবং আমার ক্লিনিকের কেউই করোনা আক্রান্ত নয়। সবাই সুস্থ এবং ভালো আছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …