শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / ডাকাতির প্রস্তুতিকালে নাটোরের লালপুর থেকে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত আটক

ডাকাতির প্রস্তুতিকালে নাটোরের লালপুর থেকে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত আটক

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
ডাকাতির প্রস্তুতিকালে নাটোরের লালপুর থেকে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত আটক করেছে র‌্যাব। রবিবার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার ঈশ্বর পাড়া সিরাজিপুর চৌরাস্তার মোড় এলাকা থেকে আটক করা হয়। সিপিসি-২ (নাটোর), র‌্যাব-৫ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী কমান্ডার মেজর মোঃ সানরিয়া চৌধুরী এবং কোম্পানী উপ-অধিনায়ক অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন এর নেতৃত্বে র্যাবের একটি অপারেশন দল রবিবার রাত সাড়ে এগারোটার দিকে লালপুর উপজেলার ঈশ্বর পাড়া সিরাজিপুর চৌরাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে।

সেখান থেকে দস্যুতার আলামতসহ কথিত পাকা বাহিনীর নেতাসহ ৪ জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন র‌্যাব-৫। সেখান থেকে ৪টি হাসুয়া, ৫টি চাক, ১টি চাপাতি, ২টি ক্ষুরসহ উপজেলার বিলমাড়ীয়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে আনিছুর রহমান আনিছ (৪০), নয়াপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে রাসেল আহমেদ (২৩), বিলমাড়ীয়া এলাকার আমির প্রামাণিকের ছেলে হাসিবুল ইসলাম(১৯) নাজিমউদ্দিনের ছেলে আহমেদ সজল (২১) কে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পরস্পর যোগসাজসে জব্দকৃত ধারালো হাসুয়া, চাপাতি, চাকু, ক্ষুরসহদস্যুতা/ছিনতাই সংঘটনের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। পরে তাদের বিরুদ্ধে লালপুর থানায় মামলা দায়েরের পর হস্তান্তর করা হয়।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …