নিজস্ব প্রতিবেদক:
নাটোর পৌরসভা নির্বাচন শেষে ভোটগণনা শুরুর প্রথম রাউন্ডেই জয়ের আঁচ পেয়েছিলেন ৪,৫ ও ৬ ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর কোহিনূর বেগম পান্না । ১৬৯ বছরের ঐতিহ্যবাহী নাটোর পৌরসভার ইতিহাসে প্রথম কোন নারী একটানা ছয়বার কাউন্সিলার নির্বাচিত হওয়ায় দলের কর্মী, সমর্থকরাও তাদের ঘিরে উচ্ছাসে ফেটে পড়েছেন।
১৯৯০ সাল থেকে ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডে অপরাজিত কোহিনূর বেগম পান্না। কাউন্সিলার হিসেবে তাঁর জয়ে বাধা হয়ে দাড়ায়নি কোনও কিছুই। ৪,৫ ও ৬ ওয়ার্ড থেকে এই নিয়ে ষষ্ঠবার লড়াইয়ে ফের জয়ী পান্না । একটানা কমিশনার ও কাউন্সিলর নির্বাচিত হওয়ার পরও গ্রহণযোগ্যতা একটুও কমেনি।
জয়ের পরেই কর্মী, সমর্থক থেকে সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘এটা কর্মীদের জয়। আমার সঙ্গে এখানকার মানুষদের আত্মার সম্পর্ক। উন্নয়ন নিয়ে মানুষের বক্তব্য শুনি। জানার চেষ্টা করি। সেই মতো কাজ করি।’
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …