বৃহস্পতিবার , এপ্রিল ৩ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত হয়ে ব্যবসায়ীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত হয়ে ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের ব্যবসায়ী রওশন আব্দুল্লার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। তার বাড়ি সদর উপজেলার পুলিশ লাইনের পূর্ব পাশে সোমবার (১ জুন) তার করোনার রিপোর্ট পজিটিভ আসে। কয়েকদিন আগে করোনা উপসর্গ দেখা দিলে হোম কোয়ারেন্টিনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

আজ মঙ্গলবার (২ জুন ) অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতলে নেয়ার পথে সন্ধ্যা সাড়ে ৬টায় দিনাজপুর উপজেলার বীরগঞ্জে মারা যায়। এ ছাড়াও তার পরিবারে ৪ জন সদস্য এই ভাইরাসে আক্রান্ত।

জেলা সিভিল সার্জন মাহফুজার রহমান আজ সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে দুইজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ১২২ জন। সুস্থ হয়ে  বাড়ি ফিরেছেন ২৫ জন। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫২২ জনের। 

আরও দেখুন

নাটোরের লালপুরে মসজিদে ‘জয় বাংলা’ কাণ্ডে সেই সাইনবোর্ড দান করা ব্যক্তিকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক লালপুর……………………… নাটোরের লালপুর উপজেলায় একটি মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা’ স্লোগানসহ বার্তা প্রদর্শিত …