শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত হয়ে ব্যবসায়ীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত হয়ে ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের ব্যবসায়ী রওশন আব্দুল্লার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। তার বাড়ি সদর উপজেলার পুলিশ লাইনের পূর্ব পাশে সোমবার (১ জুন) তার করোনার রিপোর্ট পজিটিভ আসে। কয়েকদিন আগে করোনা উপসর্গ দেখা দিলে হোম কোয়ারেন্টিনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

আজ মঙ্গলবার (২ জুন ) অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতলে নেয়ার পথে সন্ধ্যা সাড়ে ৬টায় দিনাজপুর উপজেলার বীরগঞ্জে মারা যায়। এ ছাড়াও তার পরিবারে ৪ জন সদস্য এই ভাইরাসে আক্রান্ত।

জেলা সিভিল সার্জন মাহফুজার রহমান আজ সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে দুইজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ১২২ জন। সুস্থ হয়ে  বাড়ি ফিরেছেন ২৫ জন। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫২২ জনের। 

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …