শনিবার , ডিসেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / ঠাকুরগাঁওয়ে ব্রীজের নিচে অবৈধভাবে ড্রেজার মেশিনে বালু উত্তোলন করছে প্রভাবশালী মহল

ঠাকুরগাঁওয়ে ব্রীজের নিচে অবৈধভাবে ড্রেজার মেশিনে বালু উত্তোলন করছে প্রভাবশালী মহল

নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৯ নং সেনগাঁও ইউনিয়নের দেওধা গ্রামের জলই ব্রীজের নীচে এক প্রভাবশালী মহল দেদারসে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে এক অবৈধ ড্রেজার মেশিন ব্যবসায়ী।

সরেজমিনে দেখা যায়, পীরগঞ্জ উপজেলা সেনগাঁও বাসন্ডী গ্রামের সাহিরুল ইসলাম আইনকে অবমাননা করে দেওধা গ্রামের মেহেরাব মেম্বারের বাড়ির সামনে জলই ব্রীজের দক্ষিণ পার্শ্বে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে। এতে ঐ এলাকার সুশীল সমাজের লোকেরা আতঙ্কে রয়েছেন।

সুশীল সমাজের লোকেরা বলছেন, ব্রীজটি ধসে গেলে কয়েক গ্রামের যাতায়াতের যোগাযোগ বন্ধ হয়ে যাবে তখন ভোগান্তিতে পরতে হবে এলাকার সাধারণ মানুষদের।

এ বিষয়ে পথচারি জনসাধারণের সাথে কথা হলে তারা জানান, যেভাবে এই ব্রীজের নীচে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে এতে ব্রিজ ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে ব্রীজের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ এলাকার সুশীল সমাজের লোকেরা দ্রুত কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন। 

আরও দেখুন

লালপুরে ইটভাটায় অভিযান– ৫ লক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে লালপুর উপজেলা প্রশাসন। শনিবার …