রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / ঠাকুরগাঁওয়ে জাসদের ৫০ বছর- পুর্তিতে জাসদের পতাকা মিছিল

ঠাকুরগাঁওয়ে জাসদের ৫০ বছর- পুর্তিতে জাসদের পতাকা মিছিল

নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও:
সোমবার সকালে বাংলাদেশের ৫০ বছর ও জাসদের ৫০ বছর পূর্তিতে ঠাকুরগাঁওয়ে জেলা জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের আয়োজনে পতাকা মিছিল বের হয়ে ঠাকুরগাঁও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পতাকা মিছিল পালিত হয়েছে।

জানা যায়, বাংলাদেশের ৫০ বছর ও জাসদের ৫০ বছর, জাতীয় জাগরণের লক্ষ্যে,সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জাসদের কেন্দ্রীয় কমিটির নির্দেশে সারা দেশে ১ লা মার্চ ২০২১ পতাকা মিছিলের নির্দেশনা দেন জাতীয় সমাজ তান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি জননেতা সাবেক সফল তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু এমপি।

ইনুর নেতৃত্বে সোমবার সারা দেশে পতাকা মিছিল ও র‍্যালি ও পতাকা মিছিল পালিত হয়। উক্ত পতাকা মিছিলে ঠাকুরগাঁও জেলা জাসদের সভাপতি রাজিউর রহমানের নেতৃত্বে পতাকা মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত বক্তব্য শেষে আয়োজন সমাপ্তি ঘোষণা করেন।

মিছিলে ঠাকুরগাঁও সদর সহ জেলার ৫ উপজেলার নেতা কর্মীগন উপস্থিত ছিলেন।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …