নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে বাড়ির টয়লেট নির্মানকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ধারালো হাসুয়ার আঘাতে বড় ভাইকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের পুরুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, পুরুলিয়া গ্রামের মৃত রওশন আলীর দুই ছেলে খালেক (৫৫) ও মালেক (৫০)। মঙ্গলবার রাত ১১টার দিকে বাড়ির ভিতরে একটি টয়লেট স্থাপনাকে কেন্দ্র করে ছোট ভাই মালেক ও তার ছেলে আব্দুর রাজ্জাকের সাথে খালেকের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ধারালো হাসুয়া দিয়ে বড় ভাই খালেক ও তার বড় ছেলে নুরুল আলীকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা খালেককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত নুরুল আলীকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।
হত্যার ঘটনা নিশ্চিত করে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, হত্যার মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হত্যার পর অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও দেখুন
তারেক রহমানের ইতিবাচক রাজনীতি আশার সঞ্চার করছে:দুলু
নিজস্ব প্রতিবেদক,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,গতানুগতিক রাজনীতির বাইরে তারেক …