নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী:
চলন্ত ট্রেনে টিকিট চেকিং নিয়ে ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) আব্দুল আলীম মিঠুকে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেওয়ার হুমকির ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয়েছে। এ ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে বুধবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। এতে সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) শিপন আলীকে আহবায়ক এবং পাকশী রেলওয়ে সার্কেল সহকারী পুলিশ সুপার আমিন-উল-ইসলাম ও সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) এ কে এম নুরুল আলমকে সদস্য করা হয়। বুধবার দুপুরে পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদুল ইসলাম জানান, আমাদের টিটিই অত্যন্ত দায়িত্বশীল এবং অত্যন্ত কর্তব্যপরায়ণ। তিনি ওই ট্রেনের ৮ জন বিনাটিকিটের যাত্রীকে জরিমানা করতে গেলে ওই ট্রেনের দায়িত্বরত এএসআই তাকে গুলি করার হুমকি দিয়েছে বলে জানতে পেরেছি। প্রকৃত ঘটনা জানতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য যে, চলন্ত ট্রেনে টিকিট চেকিং নিয়ে বচসা এবং ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষককে (টিটিই) গুলি করে মাথার খুলি উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন এক সহকারী উপপরিদর্শক (এএসআই)। পাবনার ঈশ্বরদী রেলওয়ে পুলিশের ওই এএসআই একই ট্রেনে কর্তব্যরত ছিলেন।
মঙ্গলবার দুপুরে এ ঘটনাটি ঘটে খুলনা থেকে ঈশ্বরদী হয়ে ঢাকাগামী আন্তনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনে। তাৎক্ষণিকভাবে বিষয়টি রেলওয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন কর্তব্যরত ট্রেন পরিচালক (গার্ড) এএসএম ইকবাল মাহবুব এবং কর্তব্যরত টিটিই আব্দুল আলীম মিঠু।
টিটিই, গার্ডসহ রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ঈশ্বরদী রেলওয়ে জংশন থেকে চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। উল্লাপাড়া স্টেশনে পৌঁছার সময় ওই ট্রেনে কর্তব্যরত টিটিই আব্দুল আলীম বিশ্বাস মিঠু বিনা টিকিটের যাত্রীদের জরিমানাসহ টিকিট করিয়ে দিচ্ছিলেন। টিটিই এবং গার্ডের অভিযোগ, এ সময় রেলওয়ে পুলিশের একজন কনস্টেবল টিটিই ও গার্ডকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা আমাদের এদিকে টিকিট চেকিং করতে কেন এসেছেন?’ এ প্রশ্নে গার্ড ইকবাল মাহমুদ ওই পুলিশ সদস্যকে সংযত হয়ে কথা বলতে বলেন। এ নিয়ে গার্ড ও টিটিইর সঙ্গে বচসার সময় সেখানে এগিয়ে আসেন ট্রেনে ঈশ্বরদী জিআরপি পুলিশের সহকারী উপপরিদর্শক রোবেল মিয়া।
ঈশ্বরদী রেলওয়ে থানার একজন এএসআই ও দুই জন কনস্টেবল, টিটিই, গার্ডসহ তাঁরা ঈশ্বরদী-ঢাকা রুটে চিত্রা এক্সপ্রেস ট্রেনে স্ব-স্ব দায়িত্বে নিয়োজিত ছিলেন।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …