শনিবার , ডিসেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / জাতীয় / টেক্সাস ডেমোক্র্যাটিক পার্টির কাউন্টি চেয়ারম্যান বাংলাদেশি রহিম

টেক্সাস ডেমোক্র্যাটিক পার্টির কাউন্টি চেয়ারম্যান বাংলাদেশি রহিম

নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের টেক্সাসের রিফ্যুজিয়ো কাউন্টির ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান হয়েছেন বাংলাদেশি-আমেরিকান ব্যবসায়ী রহিম র‌্যা নিহাল। টেক্সাস ডেমক্র্যাটিক পার্টির চেয়ারম্যান গিলবার্টো হিনোজোসা এ সিদ্ধান্তের কথা টেক্সাস স্টেটের সেক্রেটারিকে জানিয়েছেন।

 ৪ নভেম্বর লিখিতাকারে অবহিত করেছেন। 

উল্লেখ্য, টেক্সাস রিপাবলিকানদের ঘাঁটি হলেও সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে আগতরা বসতি ও ব্যবসা শুরু করায় গত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে ব্যাপক প্রভাব পড়েছে। রহিম নিহালও ছিলেন ডেমক্র্যাটিক পার্টির তৃণমূলের অন্যতম সংগঠক। টেক্সাসের নীতি-নির্দ্ধারকদের সাথেও গড়ে উঠেছে চমৎকার সম্পর্ক। 

এ নিয়োগের সিঁড়ি বেয়েই রহিম মার্কিন রাজনীতিতে আগাতে চান বলে জানিয়েছেন রহিম। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ রচনায় জননেত্রী শেখ হাসিনার বিচক্ষণতাপূর্ণ নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে চলার পরিক্রমায় মার্কিন প্রশাসনের সহায়তার দিগন্ত প্রসারিত করতে আমি সর্বাত্মক চেষ্টা চালাবো।’ যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক নেতা রহিম বলেন, বাংলাদেশের সামগ্রিক কল্যাণে কিছু করতে হলে সকলেরই উচিত মূলধারায় জোড়ালোভাবে সম্পৃক্ত হওয়ার।  
 

এর আগে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূণ অবদানের জন্য সিআইপি পদক পেয়েছেন প্রবাসী ব্যবসায়ী নিহাল রহিম। 

আরও দেখুন

পাখি ও বন্যপ্রাণি শিকারের তথ্য দিলেই উপহার! ১১ টি শালিক অবমুক্ত, পাখি রক্ষায় লিফলেট বিতরণ 

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,চলনবিলে পাখি শিকার রোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী সংগঠন …