সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জাতীয় / টেকনাফে বস্তা থেকে সাড়ে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার

টেকনাফে বস্তা থেকে সাড়ে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ সীমান্ত থেকে বস্তা ভর্তি ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ড নাফ নদীর ওমর খাল থেকে মঙ্গলবার ভোররাতে এই ইয়াবা উদ্ধার করে। 

টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম  সোহেল রানা এই অভিযানের নেতৃত্ব দেন। 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ওমর খাল দিয়ে ইয়াবা আদান প্রদানের খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় কোস্টগার্ডের একটি দল। এ সময় জঙ্গলের পাশে একটি নৌকা দেখতে পেয়ে নৌকাটি ধাওয়া করলে তাতে থাকা লোকজন পালিয়ে যায়। পরে নৌকাটি তল্লাশি করে তিনটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলো থেকে ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। 

উদ্ধারকৃত ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন কোস্টগার্ডের এই কর্মকর্তা।

আরও দেখুন

পিরোজপুরে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে দিনব্যাপীপ্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:  ১৩ জুলাই ২০২৪, শনিবার, ঢাকা: মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে পিরোজপুরের …