সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জাতীয় / টুর্নামেন্টে পাওয়া ৩৮ লাখ টাকা ইউনিসেফকে দিলো বাংলাদেশি গেমিং দল

টুর্নামেন্টে পাওয়া ৩৮ লাখ টাকা ইউনিসেফকে দিলো বাংলাদেশি গেমিং দল

নিউজ ডেস্ক:

পাবজি মোবাইলের বিশ্বকাপখ্যাত পিএমজিসি (PMGC) এর পর আবারো বিশ্বমঞ্চে একমাত্র বাংলাদেশি দল হিসেবে প্রতিনিধিত্ব করলো এওয়ান ই-স্পোর্টস (A1eSports). পাবজি মোবাইল ওয়ার্ল্ড ইনভাইটেশন (PUBG MOBILE World Invitational) নামক এই আন্তর্জাতিক টুর্নামেন্টে পিএমডাব্লিউআই পূর্ব (PMWI East) ও পিএমডাব্লিউআই পশ্চিম (PMWI West) ২ টি গ্রুপে ১৬ টি করে মোট ৩২ টি দল অংশগ্রহণ করে।

টুর্নামেন্টটিতে প্রাইজমানির সকল অর্থ চ্যারিটিতে প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয় এবং এই টুর্নামেন্ট হতে এওয়ান ই-স্পোর্টস (A1eSports) এর উপার্জিত ৪৪ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮ লক্ষ টাকা) ইউনিসেফের (UNICEF) এর মাধ্যমে চ্যারিটিকার্যে ব্যয় করা হবে। 

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …