বৃহস্পতিবার , জানুয়ারি ৯ ২০২৫
নীড় পাতা / শিরোনাম / টিভি সিরিয়াল দেখার সূত্রপাতে স্বামীর হাতে স্ত্রী খুন

টিভি সিরিয়াল দেখার সূত্রপাতে স্বামীর হাতে স্ত্রী খুন

লিমন খন্দকার, যশোর রিপোর্টারঃ 
যশোরের কেশবপুরে টিভির সিরিয়াল দেখাকে কেন্দ্র করে স্বামীর দায়ের কোপে স্ত্রী বৃষ্টি খাতুন (২০) খুন হয়েছে। পরদিন সকালে পুলিশ এসে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার সাথে জড়িত সন্দেহে ওই গৃহবধূর স্বামীকে আটক করেছে পুলিশ।

থানা পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, ঘটনার দিবাগত রাতে উপজেলার পাঁচবাকাবর্শী গ্রামের সাইফুল ইসলাম মনা স্ত্রীর টিভি সিরিয়াল দেখাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে ঘরে থাকা ধারালো দা দিয়ে স্ত্রী বৃষ্টি খাতুন কে কুপিয়ে হত্যা করে তার স্বামী বাড়ি থেকে পালিয়ে যায়। হত্যাকান্ডের ঘটনায় নিহতের পিতা চিংড়া গ্রামের রফিকুল ইসলাম বাদী হয়ে কেশবপুর থানায় হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে ওই গৃহবধূর স্বামী সাইফুল ইসলামকে আটক করেছে।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দিন বলেন, স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামী সাইফুল ইসলামকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে থানায় হত্যা মামলা করেছেন। লাশ যশোর মর্গে পাঠানো হয়েছে।

আরও দেখুন

নন্দীগ্রামে সরিষা ফুলে মৌমাছির আনাগোনা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,,,,,,,,আবহাওয়া অনুকূলে থাকলে চলতি রবি মৌসুমে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সরিষার ভালো ফলনের …