নিউজ ডেস্ক:
টিকা নেয়ার আগে সকাল থেকেই কাজ করছিলাম। টিকা নেওয়ার পর আবার অফিসে কাজে ফিরছি: এনটিভি অনলাইনের সাংবাদিক মাসুদ রায়হান পলাশ।
এনটিভি অনলাইনের ক্রাইম রিপোর্টার মাসুদ রায়হান পলাশ। সকালে যান অফিসে। দুপুরের পর যান কুর্মিটোলা জেনারেল হাসপাতালে।
উদ্দেশ্য করোনার টিকাদান অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ এবং নিজে টিকা নেয়া।
সাংবাদিকদের মধ্যে প্রথম টিকা পেয়েছেন পলাশ। টিকা নিয়েই আবার ফিরেছেন অফিসে।
প্রথম গণমাধ্যমকর্মী হিসেবে টিকা নিতে পেরে দারুণ খুশি তিনি।
নিউজবাংলাকে পলাশ বলেন, ‘টিকা নেয়ার আগে সকাল থেকে কাজ করছিলাম। টিকা নেয়ার পর আবার অফিসে কাজে ফিরছি।’
টিকা নেয়ার পর কেমন লাগছে জানতে চাইলে তিনি বললেন, ‘আগেও যেমন ফিল করছিলাম, নেয়ার পরও তেমনই ফিল করছি। কোনো পরিবর্তন নেই।’
পলাশ জানান, প্রথম টিকা নিতে তিনি নিজে যোগাযোগ করেননি। তার সঙ্গেই যোগাযোগ করা হয়েছে। আর প্রস্তাবটি পাওয়ার পর তিনি লুফে নিয়েছেন।
প্রথমদিন যাদের টিকা দেয়া হয়েছে তাদের মধ্যে চিকিৎসক, বীর মুক্তিযোদ্ধা, আইনশৃঙ্খলা ও সামরিক বাহিনী, প্রবীণ, জনপ্রতিনিধি, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি আছেন গণমাধ্যমকর্মীরাও।
বুধবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তাকে টিকা দেয়ার মাধ্যমে উদ্বোধন হয় এই কর্মযজ্ঞ। প্রথম দিন টিকা পেয়েছেন ২৭ জন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন।