শনিবার , ডিসেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / জাতীয় / টিকা কার্যক্রমে দেখার মতো অগ্রগতি বাংলাদেশের

টিকা কার্যক্রমে দেখার মতো অগ্রগতি বাংলাদেশের

নিউজ ডেস্ক:
বাংলাদেশের টিকাদান কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের আন্ডার-সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড। তিনি বলেছেন, বাংলাদেশ টিকাদান কার্যক্রমে বেশ অগ্রগতি দেখিয়েছে। প্রয়োজনে আরও টিকা সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সুসম্পর্ক আরও সম্প্রসারণ করতে চায় আমেরিকা। গতকাল ঢাকায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যুক্তরাষ্ট্রের দেওয়া টিকা প্রদান কার্যক্রম দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেন, বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের মহানুভবতায় কৃতজ্ঞ। কারণ যুক্তরাষ্ট্র করোনার দুঃসময়ে সব সময়ই বাংলাদেশের পাশে থেকেছে। কখনো তারা ভেন্টিলেটর পাঠিয়েছে, কখনো ভ্যাকসিন পাঠিয়েছে, কখনো আবার অন্যান্য চিকিৎসাসামগ্রী দিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘বিশ্বের অনেক দেশই যখন করোনা টিকার জন্য হাহাকার অবস্থায় ছিল সে সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশকে ৬ কোটি ১০ লাখ ডোজ ফাইজার ও মডার্নার মতো অত্যন্ত কার্যকর ভ্যাকসিন পাঠিয়েছেন। এতে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের এ মহানুভবতায় কৃতজ্ঞ। বাংলাদেশ নুল্যান্ডের মাধ্যমে আমেরিকার রাষ্ট্রপতি ও জনগণের কাছে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছে।’ স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক এ বি এম খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফয়জুল কবীর, বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস এ সময় উপস্থিত ছিলেন।

আরও দেখুন

বড়াইগ্রামে জামায়াতের ব্যাবসায়ী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া উপজেলা মডেল মসজিদ হল রুমে শুক্রবার বাদ জুম্মা জামায়াতে …