নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
ঈদুল আযহার টানা ৯ দিন ছুটির পর সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
আজ রোববার সকাল থেকে ভারতীয় পণ্য বোঝাই ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে বন্দরের কার্যক্রম শুরু হয়। সেই সাথে বন্দরের অভ্যন্তরেও ফিরে এসেছে কর্ম ব্যস্ততা।
সোনামসজিদ স্থলবন্দর শুল্ক ষ্টেশনের সহকারি কমিশনার বিল্লাল হোসেন জানিয়েছেন, ‘সকাল সাড়ে ১০ টা থেকে পেয়াঁজসহ বিভিন্ন ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করতে শুরু করে। তিনি জানান ‘ছুটি শেষে আজ আবারো আমদানি-রপ্তানি শুরু হওয়ায় প্রানচাঞ্চল্য ফিরে এসেছে বন্দরে।’
এবার পবিত্র ঈদুল আযহা, সাপ্তাহিক ছুটি ও জাতীয় শোক দিবস উপলক্ষে দীর্ঘ এ ছুটি ভোগ করেন এখানকার আমদানি-রপ্তানিকারক, ব্যবসায়ীসহ বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা।
আরও দেখুন
লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …