শুক্রবার , এপ্রিল ২৫ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / টানটান উত্তেজনার মধ্যে দিয়ে লালপুর উপজেলা আ’লীগের বর্ধিত সভা শুরু

টানটান উত্তেজনার মধ্যে দিয়ে লালপুর উপজেলা আ’লীগের বর্ধিত সভা শুরু

বিশেষ প্রতিবেদক:
টানটান উত্তেজনার মধ্যে দিয়ে লালপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শুরু। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলা অডিটোরিয়ামে এই বর্ধিত সভা শুরু হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সাংসদ অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন নাটোর ১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

বর্ধিত সভার শুরুতেই দুটি পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করতে থাকে। হই হট্টগোল বেধে যায় এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মাইক্রোফোনে সবাইকে শান্ত থাকার অনুরোধ করে বক্তব্য রাখেন। পরে পরিস্থিতি শান্ত হলে আবারও সভার কার্যক্রম শুরু হয় এর আগে লালপুর উপজেলা কমপ্লেক্স এর মূল ফটক আটকে বহিরাগতদের ভিতরে প্রবেশ নিবৃত্ত করা হয় সেখানে শুধুমাত্র অনুষ্ঠানে কার্ডধারীদের প্রবেশ করতে দেয়া হয় এই রিপোর্ট তৈরিকালে সভা চলছিল।

আরও দেখুন

নাটোরে সাবেক ব্যাংক কর্মকর্তার বাড়ীতে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরে সাবেক ব্যাংক কর্মকর্তা আইয়ুব আলীর বাড়ীতে বাড়ীর সকলকে বেঁধে রেখে ডাকাতির ঘটনা ঘটেছে। …