শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জাতীয় / টাঙ্গাইলে কর্মহীনদের জন্য ১৩০ কোটি টাকা বরাদ্দ

টাঙ্গাইলে কর্মহীনদের জন্য ১৩০ কোটি টাকা বরাদ্দ


নিউজ ডেস্ক:
টাঙ্গাইল জেলায় লকডাউনে কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য ১৩০ কোটি ১৮ লাখ ৩৭ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা প্রশাসন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসন এবং ত্রাণ ও পুনর্বাসন বিভাগের যৌথ উদ্যোগে জেলার সাত লাখ মানুষের জন্য ১৩০ কোটি ১৮ লাখ ৩৭ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুই লাখ ৬৬ হাজার ৬৭৩ পরিবারের মধ্যে প্রত্যেককে ৪৫০ টাকা করে মোট ১২ কোটি দুই হাজার ৮৫০ টাকা দেওয়া হবে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক ডক্টর আতাউল গণি জানান, করোনাভাইরাসের কারণে কষ্টে থাকা প্রান্তিক পর্যায়ের মানুষকে সরকারি সহায়তা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে শহরের কান্দাপাড়া যৌনপলিস্ন, পরিবহণ শ্রমিকদের সহায়তা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সব শ্রেণি-পেশার প্রান্তিক পর্যায়ের মানুষকে সরকারি সহায়তা দেওয়া হবে।

আরও দেখুন

নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত করা হয়েছে। এখন হেমন্তকাল। মাঠ …