শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / অর্থনীতি / টাকা নেই এটিএম বুথে

টাকা নেই এটিএম বুথে

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের সরকারি বেসরকারি ব্যাংকের সবগুলো এটিএম বুথ টাকাশূন্য। শনিবার সকাল থেকেই তীব্র রোদ উপেক্ষা করে গ্ৰাহকরা এই বুথ থেকে অন্য বুথে ঘুরে বেড়াচ্ছেন টাকা তোলার জন্য। কিন্তু সকল বুথই টাকা শূন্য থাকায় তারা হতাশ হয়ে পড়েন।

বুথের নিরাপত্তার দায়িত্বে কর্মরত নিরাপত্তা কর্মীরা জানান, দুই দিন ছুটি থাকায় এবং ঈদের কেনাকাটার চাপে অতিরিক্ত টাকা উত্তোলন করায় গতকালই বুথগুলো টাকাশুন্য হয়ে গেছে। আগামীকাল রবিবার সকাল থেকেই আবার বুথগুলোতে টাকা রিলোড করা হবে।

রিপন নামে এক গ্ৰাহক জানান, ব্যাংকে লাইন দিয়ে টাকা তুলবো না বলে এটিএম কার্ড করেছি। যার জন্য বাৎসরিক একটা ফীও কেটে রাখে ব্যাংকগুলো। কিন্তু মাঝে মাঝেই এই রকম ঝামেলা হয়। এখন মনে হচ্ছে চেক দিয়ে টাকা তোলাটাই ভালো।

বাবুল নামের এক গ্রাহক জানান, জরুরী টাকা উত্তোলনের উদ্দেশ্যে এটিএম কার্ড করা। কিন্তু আজ এমন একটি জরুরী কাজে টাকা তুলতে এসে খালি হাতে ঘুরে যেতে হচ্ছে। এই সংকটকালীন মুহূর্তে ব্যাংকগুলোর এ ব্যাপারে নজর দেবার প্রয়োজন আছে বলে মনে করেন ভুক্তভোগীরা।

আরও দেখুন

লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক লালপুরে,,,,,,,, নাটোরের লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর ২০২৪) …