শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না কাঠমিস্ত্রী শফিকুল

টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না কাঠমিস্ত্রী শফিকুল

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
যৌবনে কঠোর পরিশ্রম করে ফার্নিচার বানিয়ে একসময় যিনি অন্যের ঘরের শোভাবর্ধণ করেছেন। জীবন সায়াহ্নে দাঁড়িয়ে তিনি এখন মৃত্যুর দিন গুনছেন। পরিবারের শোভা থেকে নিজেই এখন হারিয়ে যেতে বসেছেন। মরণব্যাধি লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন নাটোরের বাগাতিপাড়ার কাঠমিস্ত্রী শফিকুল ইসলাম (৫০)। তিনি উপজেলার পাঁকা গ্রামের মৃত বাদল প্রামানিকের ছেলে। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না।

পরিবার সূত্রে জানা গেছে, গত এক বছর পূর্বে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়ার পরামর্শ দিলেও অর্থাভাবে দরিদ্র অসহায় পরিবারের পক্ষে তা সম্ভব হচ্ছেনা। তাই শফিকুলকে বাঁচাতে সমাজের বিত্তবানদের মুখপানে চেয়ে আছেন শফিকুলের পরিবার। কোন সহৃদয় ব্যক্তি বা প্রতিষ্ঠান সাহায্য করতে চাইলে শফিকুলের ভাগ্নে পায়েল হোসেন রিন্টুর মোবাইল ও বিকাশ নম্বর ০১৭১৩৮১৪৪৪৫ এ যোগাযোগের অনুরোধ করেছেন তার পরিবার।

আরও দেখুন

নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …