নিউজ ডেস্ক:
এডিস মশার বিস্তার রোধে ঝুঁকিপূর্ণ সাতটি ওয়ার্ডে চিরুনি অভিযান চালানোর উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আগামী ১০ থেকে ১২ মে পর্যন্ত তিনদিনব্যাপী এ অভিযান চলবে।
ওয়ার্ডগুলো হলো ৩৮, ৪০, ৪৫। স্বাস্থ্য অধিদপ্তরের প্রি সার্ভে রিপোর্ট অনুযায়ী তিনটি ওয়ার্ডে ডেঙ্গু বিস্তারের উচ্চ ঝুঁকি রয়েছে। এছাড়া মধ্য মাত্রার ঝুঁকিতে থাকা ১৩, ১৫, ২১ ও ২৩ নম্বর ওয়ার্ডেও চিরুনি অভিযান চলবে।
রোববার বিকেলে নগর ভবনের বুড়িগঙ্গা হলে অনুষ্ঠিত পাক্ষিক পর্যালোচনা সভায় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস এডিস মশার বিস্তার রোধে চিরুনি অভিযান পরিচালনার জন্য সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দেন।
এ সময় মেয়র তাপস বলেন, বর্ষাকালে এডিস মশার বংশবৃদ্ধির সাথে সাথে এডিস মশার বিস্তারের আশঙ্কা থাকে। সেজন্য বর্ষা মৌসুম শুরুর আগেই উচ্চ ও মধ্যম ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলোতে মশক নিধন কার্যক্রমে বেশি জোর দিতে হবে। আগামী ১০ থেকে ১২ মে পর্যন্ত এসব ওয়ার্ডে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করতে হবে। পাশাপাশি নগরবাসীকেও এ বিষয়ে এগিয়ে আসতে হবে।
সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, সচিব আকরামুজ্জামান, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফজলে শামসুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।