শুক্রবার , এপ্রিল ১১ ২০২৫
নীড় পাতা / পূর্ববঙ্গ / ঝিনাইগাতী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ খলিলুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত

ঝিনাইগাতী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ খলিলুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, শেরপুর:
শেরপুরের ঝিনাইগাতী মহিলা  ডিগ্রি কলেজের অধ্যক্ষ খলিলুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।  ১০ সেপ্টেম্বর বৃহস্প্রতিবার কলেজের গভর্নিং বডি তাকে সাময়িকভাবে বরখাস্তের নির্দেশ দেন।  জানা যায়, কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান দীর্ঘদিন ধরে জাল জালিয়াতির মাধ্যমে শিক্ষক কর্মচারী  নিয়োগ দিয়ে বিপুল পরিমানের অর্থ সম্পদের মালিক বনে যান।

এসব দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠে এলাকাবাসী। এলাকাবাসীর পক্ষ থেকে লিখিত অভিযোগের পাশাপাশি  মানববন্ধনও করা হয় তার বিরুদ্ধে।  পরিস্হিতি সামাল দিতে  এ সিদ্ধান্ত গ্রহন করে কলেজের গভর্নিং বডি।  গভর্নিং বডির সভাপতি  উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএমএ ওয়ারেজ নাইম তাকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেন বলে তিনি জানান। সেই  সাথে সহকারি অধ্যাপক আলীম আল রেজা নিক্সনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়। 

আরও দেখুন

৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিচ্ছেন দুলু

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, বাগাতিপাড়ায় ৫২ বছর বয়সে এবারের চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ইউপি সদস্য …