শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জনদুর্ভোগ / ঝিনাইগাতীর অর্ধশতাধিক একর জমিতে জলাবদ্ধতা

ঝিনাইগাতীর অর্ধশতাধিক একর জমিতে জলাবদ্ধতা

নিজস্ব প্রতিবেদক, শেরপুর:
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নয়াগাঁও, প্রতাবনগর ও কালিনগর গ্রামের উপর দিয়ে প্রবাহিত মরা নদীর পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে অর্ধশতাধিক একর জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।  এতে চাষাবাদ ব্যাহত হওয়ার আশংকা করছেন এলাকার কৃষকরা।        

নয়াগাঁও গ্রামের কৃষক হাদিউল, শাহজাহান, আয়নাল হক,রজব আলী,হেলাল,চাঁন মিয়া, নূরল ইসলাম, খোকা মিয়া সহ আরো অনেকই জানান, এ মরা নদীর কসাইপাড়ায় পানি নিষ্কাশনের জন্য  বহু আগে সরকারিভাবে একটি কালভার্ট স্হাপন করা হয়েছে। কিন্তু বেশ কিছু দিন পুর্বে স্হানীয় কতিপয় প্রভাবশালী নিজের সুবিধার্থে কালভার্টের মুখ বন্ধ করে দেয়। এতে পানি নিষ্কাশন ব্যবস্হা বন্ধ হয়ে অর্ধশতাধিক একর জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ওই জমিতে চাষাবাদ ব্যহত হওয়ার আশংকা করছেন কৃষকরা। এব্যাপারে কৃষকরা সংশ্লিষ্ঠ মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।  

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …