রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / পূর্ববঙ্গ / ঝিনাইগাতীতে প্রতিবন্দী নারীকে ধর্ষণের চেষ্টা

ঝিনাইগাতীতে প্রতিবন্দী নারীকে ধর্ষণের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, শেরপুর:
শেরপুরের ঝিনাইগাতীতে প্রতিবন্দী নারী (৩০) কে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে, ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের উত্তর ডেফলাই গ্রামে। এক সন্তানের জননী স্বামী পরিত্যাক্তা ওই প্রতিবন্দী নারী বাবার বাড়ীতে থাকতো।

এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওইদিন বিকেলে বাড়ীর পাশে গরুর জন্য ঘাস কাটতে গেলে ওৎ পেতে থাকা পার্শ্ববর্তী বাদশা আলীর ছেলে বিল্লাল হোসেন (৪৫) ওই নারীকে পেছন থেকে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় ওই নারীর ডাক চিতৎকারে আশপাশের লোকজন চলে আসলে লম্পট বিল্লাল সটকে পরে।

ওই গৃহবধুর স্বজনরা ঘটনারস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করা হয়। ঝিনাইগাতী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এব্যাপারে  থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …