নিজস্ব প্রতিবেদক, শেরপুর:
শেরপুরের ঝিনাইগাতীতে ঘুর্নীঝড়ে গুড়িয়ে দিয়েছে দুই বিধবা নারীর বসৎঘর। ওই দুই নারী হলেন, উপজেলার কাংশা ইউনিয়নের পশ্চিম বাকাকুড়া গ্রামের মৃত রইচ উদ্দিনের স্ত্রী সহরভানু ও মৃত আঃ জুব্বারের স্ত্রী মাজেদা বেগমের। ঘটনাটি ঘটে ২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকালে।
স্থানীয়রা জানান, বিকাল সাড়ে ৪ টার দিকে ঝড়ের সাথে পচন্ড বেগে বয়ে যাওয়া ঘুর্নীঝড়ে ওই দুইটি বাড়িসহ আশপাশের এলাকার বেশকিছু গাছপালা বিধ্বস্ত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই দুইটি পরিবার খোলা আকাশের নিচে আবস্হান করছিল। খবর পেয়ে ইউপি সদস্য জাহাঙ্গীর আলম মিষ্টার ওই দুই পরিবারকে ব্যাক্তিগত তহবিল থেকে ৪ হাজার টাকা দিয়ে সহযোগিতা করেন। এছাড়া আর কেউ তাদের খোঁজ-খবর নেয়নি । হতদরিদ্র বিধবা নারীর বসৎঘর বিধ্বস্ত হওয়ায় দিশেহারা হয়ে পরেছে পরিবার দুইটি।
আরও দেখুন
লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …