শনিবার , সেপ্টেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / লাইফ স্টাইল / ঝলমলে, ঘন, লম্বা চুল পেতে যা করতে হবে

ঝলমলে, ঘন, লম্বা চুল পেতে যা করতে হবে

লাইফস্টাইল ডেস্ক
আগের মতো লম্বা চুলের মেয়ে  আজকাল খুব ‍একটা দেখা যায় না। কারণ হিসেবে অনেকেই বলেন চুল লম্বা করতে গেলে পড়ে যায়, সহজে লম্বাও হতে চায় না। ফলে কেটে ছোট রাখতেই পছন্দ করেন। 

তবে আপনি যদি চুল ঝলমলে, ঘন ও দ্রুত লম্বা করতে চান, তাহলে যা করতে হবে: 

•    চুলের ডগাটা নিয়ম করে ছেঁটে ট্রিম করিয়ে নিন, তবে দৈর্ঘ্য খুব বেশি কমাবেন না

•    সপ্তাহে দুই থেকে তিন দিনের বেশি শ্যাম্পু করবেন না। প্রতিদিন শ্যাম্পু করলে চুল রুক্ষ হয়ে যায় 

•    শ্যাম্পুর পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করুন। চাইলে ঘরে তৈরি চায়ের লিকার ও লেবুর রসের কন্ডিশনার ব্যবহার করতে পারেন

•    নিয়মিত ভিটামিন সমৃদ্ধ সুষম, পুষ্টিকর খাবার খান 

•    মাথায় আলতো হাতে ম্যাসাজ করুন,  স্ক্যাল্পের রক্তচলাচল বাড়বে। চুলও দ্রুত লম্বা হবে 

•    ভেজা চুল তোয়ালেতে ঘষে ঘষে মুছবেন না আলতো করে মুছে নিন 

•    বালিশে সিল্কের কভার ব্যবহার করুন। ঘুমানোর সময় চুলে তেমন ক্ষতি হবে না, বাড়বেও তাড়াতাড়ি

•    সপ্তাহে একদিন একটি ডিম ও এক টেবিল চামচ পেঁয়াজের রসের সঙ্গে এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে মাথার তালু ও চুলে লাগিয়ে আধাঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন। 

আরও দেখুন

দাঁতে দাগ? জেনে নিন দূর করার ঘরোয়া উপায়

নিউজ ডেস্ক: ঝকঝকে দাঁত মানে সুন্দর হাসি। আর সুন্দর হাসি মানে আপনার সৌন্দর্য বেড়ে যাওয়া …