নিজস্ব প্রতিবেদক
ঝলমলে আলোয় আলোকিত করা হয়েছে নাটোর শহরের হাসপাতাল রোডের হিমাঙ্গিনী ব্রিজ। বুধবার সন্ধ্যা হতেই ব্রিজের উপরে দুই পাশে জ্বলে উঠলো আলো। একজন পথচারী বলে উঠলো এবার সৌন্দর্য বৃদ্ধি হলো শহরের এই অংশে। তবে সেই সঙ্গে তিনি মন্তব্য করেন যে, ব্রিজের দুই পাশের জঙ্গল পরিষ্কার করলে আরো ভালো লাগতো।
জনৈক সাজ্জাদ মন্ডল তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, “নাটোর পৌরসভাধীন হেমাঙ্গিনী ব্রিজ জন্মলগ্ন থেকে অন্ধকারাচ্ছন্ন ছিল। নাটোর বাসির বহুদিনের আকাঙ্ক্ষা ছিল এই ব্রিজটি আলোকিত হবার। নাটোর পৌরসভার সুযোগ্য মেয়র মহোদয় এর মাধ্যমে আজকে ব্রিজটি আলোকিত হলো। ধন্যবাদ এবং শুভকামনা মেয়র মহোদয়কে।
তবে আরো একজন পথচারী নারদ বার্তা প্রতিবেদককে বলেন আলো দিয়ে খুবই একটি ভালো কাজ হয়েছে এখানে কোনো অসামাজিক কাজ হতে পারবেনা। কিন্তু বিকেল থেকে রাত্রি দশটা এগারোটা পর্যন্ত হকারদের দখলে থাকায় ব্রিজ দিয়ে চলাফেরা খুব কষ্টকর। মেয়র মহোদয় কে অনুরোধ করব তিনি যেন বৃষ্টি হকারমুক্ত রাখেন।
আরও দেখুন
নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের
নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …