হিলি (দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে জ্বর,সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে ফরহাদ হোসেন (৩০) নামের এক যুবক মারা গেছে। করোনা ভাইরাস সন্দেহে ওই ব্যক্তির বাড়ির আশপাশের বেশ কিছু বাড়ির লোকজনকে হোম কোয়রেন্টাইনে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান। বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা অফিসার সোলায়মান আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রবিবার গভীর রাতে উপজেলার জোতবানি শিবপুর আঁচলকোল তফসিগ্রামে এই ঘটনা ঘটে। নিহত যুবকের বাবার নাম আবু হানিফ। ওই যুবকের শররে করোনাভাইরাস উপসর্গ আছে কিনা তা পরীক্ষার জন্য ওই ব্যক্তির নমুনা সংগ্রহের জন্য উপজেলাস্বাস্থ্য কর্মরত চিকিৎসকগণ উপস্থিত হয়েছেন।
ওই যুবকে পরিবার সুত্রে জানাযায়, চলতি মাসের কুমিল্লার স্থানীয় তিন যুবকসহ কাজের সন্ধানে যান। সেখানে গিয়ে তার শরীরে জ্বর অনুভব হলে সে এলাকায় ফিরে আসে। সর্বশেষ সোমবার ভোর রাতে নিজ বাড়িতেই মারা যায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, মারা যাওয়া ব্যক্তির বাড়িতে ইতোমধ্যেই গ্রামপুলিশ পাহারা দিচ্ছে। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স চিকিৎসকগণ এসে মৃত ব্যক্তি করোনায় আক্রান্ত কি-না সেই বিষয়টি নিশ্চিত করার জন্য নমুনা সংগ্রহ করেছেন এবং জেলা থেকে ইমামসহ ৫জন লোক এনে তাকে গোসল করে জানাযা পড়ানো হবে।