রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাজশাহী / জেল হত্যা দিবস স্মরণে ষড়ং আর্ট গ্রুপ দুই
 দিনব্যাপী আর্ট ক্যাম্প ও চিত্র প্রদর্শনীর আয়োজন

জেল হত্যা দিবস স্মরণে ষড়ং আর্ট গ্রুপ দুই
 দিনব্যাপী আর্ট ক্যাম্প ও চিত্র প্রদর্শনীর আয়োজন

নিউজ ডেস্ক:

৩রা নভেম্বর জেল হত্যা দিবস স্মরণে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে ষড়ং আর্ট গ্রুপ দুই দিনব্যাপী আর্ট ক্যাম্প ও চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় নগর ভবন বঙ্গবন্ধু কর্ণার চত্বরে ষড়ং আর্ট গ্রুপ আয়োজিত ৬ষ্ঠ আর্ট ক্যাম্প ও চিত্র প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। রাসিক মেয়র মহোদয় রং তুলির আচড় দিয়ে এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে জাতীয় চার নেতার স্মরণে মোমবাতি প্রজ¦লন করা হয়। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে উত্তরীয় পরানো হয়।

উল্লেখ্য, চিত্র প্রদর্শনী আগামী ৪ঠা নভেম্বর থেকে ৭  নভেম্বর পর্যন্ত চলবে। ষড়ং আর্ট গ্রুপ অনেক দিন ধরেই শিল্পচর্চার বিভিন্ন শাখায় কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় ৬ষ্ঠ বারের মতো এই আর্ট ক্যাম্প ও প্রদর্শনীর আয়োজন করেছে।

অনুষ্ঠানে রাসিক মেয়র বলেন, জাতীয় চার নেতাকে শ্রদ্ধা জানাতে ষড়ং আর্ট গ্রুপ এর ব্যতিক্রমী আয়োজনকে স্বাগত জানান। আগামীতেও এ আয়োজন ধারবাহিকভাবে বজায় রাখা হবে। এ ধরণের আয়োজনের মধ্যে দিয়ে আগামী প্রজন্ম জাতীয় চারনেতা সম্পর্কে আরো বেশি জানার সুযোগ পাবে।    

ষড়ং আর্ট গ্রুপের প্রতিষ্ঠাতা নারগিস সোমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী, চিত্রশিল্পী ও রবীন্দ্র মেত্রী বিশ^বিদ্যালয়ের প্রভাষক প্রদীপ সাহা।

অনুষ্ঠানে রাসিকের ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ, রাসিকের ভারপ্রাপ্ত সচিব আল মাহমুদ রনি, চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।  

আর্ট ক্যাম্পে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন- শামশুল আলম সোহেল, নাজিয়া হাসান, তাসনিম নুসরাত তৃষা, এস, এম আজিজুল কদির, সানজিদা ইসলাম মীম, মোঃ মঈনুদ্দীন আহমেদ সৈকত, মো: ফরিদ হোসেন, কাজী আফিয়া আনজুম অরণী, মোঃ আল আমিন জয়, দিপ রায়, সোনিয়া বিনতে হাসান, মোছাঃ নাইস আক্তার, রাবেয়া আক্তার,তানজিদা আক্তার তানিয়া, লতিফা রহমান (সুরমি), সুমন সূত্রধর, প্রদীপ সাহা, মোসা: নাজনীন, প্রকাশ চন্দ্র রায়, আতিকিয়া ফারজানা দিনা, আতিকুল আলম স্নিগ্ধ, জান্নাতুল ফিরদাউস, মাহফুজা খানম, সিঁথি দত্ত, মো. ইশরাক আলম, রাফিয়া আক্তার, মোঃ সিরাজুল ইসলাম (সিরজী শেখ), মোঃ কাওসার হোসেন,তমা দাস এবং স্নেহা অলিভা মণ্ডল।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …