সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / জেলা মুয়াজ্জিন কল্যাণ সমিতির পক্ষ থেকে করোনা আক্রান্ত আওয়ামী লীগ নেতা বাবলুর সুস্থতা কামনায় দোয়া

জেলা মুয়াজ্জিন কল্যাণ সমিতির পক্ষ থেকে করোনা আক্রান্ত আওয়ামী লীগ নেতা বাবলুর সুস্থতা কামনায় দোয়া

নিজস্ব প্রতিবেদক:
নাটোর জেলা মুয়াজ্জিন কল্যাণ সমিতির আয়োজনে থেকে করোনা আক্রান্ত আওয়ামী লীগ নেতা বাবলুর সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার নাটোর জেলা মুয়াজ্জিন কল্যাণ সমিতির আয়োজনে সকাল ৭ টার দিকে নাটোর কেন্দ্রীয় জামে মসজিদে নাটোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মুর্তজা  আলী বাবলুর সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়৷

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  মুয়াজ্জিন কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মমিন, সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন৷ এছাড়া ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন, শ্রমিক নেতা ইব্রাহিম, করিম, ক্রীড়া সংগঠক বাবুল আক্তার, ছাত্র নেতা গোলাম রাব্বানী, আওয়ামী লীগ নেতা মামুন ও বিশিষ্ট ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন৷

উল্লেখ্য গত ৯ তারিখে করোনা আক্রান্তের রেজাল্ট পজেটিভ আসে। এরপর থেকে গত ৮ দিন নিজ বাড়িতে আইসোলেশন আছে । ডাক্তারের পরামর্শক্রমে চিকিৎসা নিচ্ছেন ও ওষুধ সেবন করছেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …