শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / জেলা প্রশাসনের সিংড়া বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও সহায়তা বিতরণ

জেলা প্রশাসনের সিংড়া বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও সহায়তা বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরে জেলা প্রশাসনের পক্ষ থেকে সিংড়ায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম। পরিদর্শনকালে তিনি নিংগইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণকারী ২০ টি পরিবারের খোঁজখবর নেন এবং তাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলাউদ্দিন আলী, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, পিআইও সহ প্রমুখ। জেলা প্রশাসন নাটোর নিবিড়ভাবে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং বন্যার্ত মানুষের যে কোন প্রয়োজনে সর্বদা সচেষ্ট রয়েছে বলে জানান সংশ্লিষ্ট সূত্র।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতার হত্যার ৬ বছর পরে মামলার আবেদন

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের ইসলামপুরে বিএনপি নেতা খাইরুল ইসলামকে গুলি করে হত্যার ৬ বছর পর মামলার …